নিউ ইয়র্কে বরিশাল বিভাগীয় সমিতির জমজমাট বনভোজন

চারটি বাস ও শতাধিক প্রাইভেট কার যোগে আগত চার শতাধিক লোকের সমাগমে অনুষ্ঠিত হল বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইনকের জমজমাট বনভোজন।

প্রতিকুল আবহাওয়া থাকা সত্ত্বেও সকাল ১০;৩০ মিনিটে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে ছেড়ে যায় বিলাস বহুল চারটি বাস। সময়ের সাথে দুপুর গড়াতেই প্রায় শতাধিক প্রাইভেট কারে আসতে থাকেন নিউ ইয়র্কে অবস্থিত বরিশাল বিভাগ বাসীরা। প্রথমেই নাস্তা দিয়ে আপ্যায়ন করা হয় সকলকে। বাচ্চাদের হাতে খেলনা তুলে দেয়া ছাড়াও সকলের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, আমন্ত্রিত শিল্পীদের গানে গানে মাতিয়ে তোলেন পুড়া দিন। ছোট্ট মনিদের সহ বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের বালিশ খেলা ছিল অতীব আনন্দের।

নিউ ইয়র্কের প্রথম প্রতিষ্ঠিত বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইনক আয়োজিত এই বনভাত অনুষ্ঠানের সার্বিক দায়ীত্বে ছিলেন সমিতির প্রতিষ্ঠাতাদের অন্যতম এইচ, এম লুতফুর রহমান লাতু, সমিতির বর্তমান সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির, পিকনিক কমিটির আহবায়ক ওমর ফারুক রিপন, সদস্য সচিব এম, এ তালেব খান এবং সমন্বয়কারী কাজী সাইদুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন সকলেই।

এছাড়া এ কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ জসীম উদ্দিন ভুঁইয়া, মোঃ আশিক মাহমুদ, মোঃ আল আমিন, মোঃ মহসিন, মোঃ নজরুল ইসলাম সুমন, মোঃ জহিরুল ইসলাম মাষ্টার, মোঃ রুবেল গাজী, খালেদ হোসেন, জ্যোৎস্না আক্তার ও মাহাবুব আলম।

আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন: দৌড় বালক ১থেকে ৭বছরঃ প্রথম আরাফাত, দ্বিতীয় সাহেদুল, তৃতীয় ইথেন। ১-৭ বিস্কুট দৌড় প্রথম আরাফাত, দ্বিতীয় আহাত, তৃতীয় জাহিদুল। ৮-১২ বালক দৌড় প্রথম জাহিদুল, মাহিদুল ( সোহেল) তৃতীয় সাফাত। ১-৭ দৌড় বালিকা প্রথম শিল্পী, দ্বিতীয় সকাল, তৃতীয় সিনথিয়া। ১-৭ বিস্কুট দৌড় প্রথম সিনথিয়া, দ্বিতীয় সাহেরা, তৃতীয় মাহি। ৮-১২ বছরের বালিকা মার্বেল দৌড় প্রথম সপ্তর্ষি, দ্বিতীয় পিসিলা, তৃতীয় এলিনা। ১৩-১৬ বালিকা মার্বেল দৌড় প্রথম তানসিন, দ্বিতীয় ফারজানা, তৃতীয় জান্নাত। আকর্ষণীয় মহিলাদের বালিশ খেলায় প্রথম হয়েছেন ফারজানা সুলতানা, দ্বিতীয় রিতা, এবং তৃতীয় হয়েছেন আহাম্মদ আক্তার রিনা।

শেষপ্রান্তে ছিল রাফেল ড্রঃ প্রথম পুরস্কার মোঃ স্বপনের সৌজন্যে ৩২ ইঞ্চি টিভি পেয়েছেন রুহুল আমিন নাসির, দ্বিতীয় ওয়াই সি বি এর সৌজন্যে ল্যাপটপ পেয়েছেন হেলাল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ছিল ডিজিটাল ক্যামেরা যথাক্রমে ডাঃ চৌধুরী হাসান, ওয়াসি চৌধুরী, তারেক হাসান খান, প্রিয়জন গিফট সপ থেকে দেয়া পেয়েছেন যথাক্রমে: মাহামুদা আক্তার, নাদিয়া, ও সুমন, সপ্তম ডিজিটাল ওয়ানের দেয়া মোবাইল ফোন পেয়ছেন লুতফুর রহমান লাতু, অষ্টম প্রবাসীবার্তা ডট কমের দেয়া মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন জাহিদুল, নবম মান্নান ডিসকাউন্ট ষ্টোরের দেয়া মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন ফারুক আহাম্মেদ, দশম টাওয়ার ফ্যান পেয়েছেন মিয়া সোহেল, একাদশ-তম স্মৃতি ফ্যাশনের দেয়া শাড়ি পেয়েছেন ফারুক, দ্বাদশ তম রহমত উল্লাহর দেয়া স্ট্যান্ড ফ্যান পেয়েছেন শহিদুল ইসলাম, ত্রয়োদশ-তম এটর্নি মঈন চৌধুরীর দেয়া ডিনার সেট পেয়েছেন কামাল উদ্দিন, চতুর্দশ-তম নাজিম উদ্দিনের দেয়া ব্লেন্ডার মেশিন পেয়েছেন আতা।

অন্যদিকে একই দিনে বরিশালের ছোট বড় চার পাঁচটি সংগঠনের সমন্বয়ে “সম্মিলিত বরিশাল বিভাগবাসীর” ব্যানারে আয়োজন করা হয় আরেকটি বনভাত অনুষ্ঠান। পাঁচটি বিলাস বহুল বাস ও বেশ কিছু প্রাইভেট কার নিয়ে ব্রংক্সের জর্জ আইল্যান্ড ষ্টেট পার্কে আয়োজিত এই অনুষ্ঠানটি ও ছিল অন্তত আনন্দঘন ও উপভোগ্য বলে জানা গেছে।