গৌরনদীতে ঢিলে ঢালা ভাবে হরতাল পালিত

৩০ ঘন্টার হরতালের প্রথম দিনে গতকাল রবিবার বরিশালের গৌরনদীতে অনেকটা ঢিলে ঢালা ভাবে হরতাল পালিত হলেও দুপুরে চরমোনাইয়ের পীরের সমর্থক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীরা হরতালের পিকেটিং করার সময় একটি বাস ও একটি ট্রাক ভাংচুর ও ২/৩ টি ট্রলার টেম্পু ও নসিমনে ইট পাটকেল নিক্ষেপ করেছে।

জানাগেছে, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীরা ৪/৫ টি ক্ষুদ্র ক্ষুদ্র গ্র“্রপে বিভক্ত হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের কাছেমাবাদ বাসষ্ট্যান্ড, কাছেমাবাদ লাল পোল, ও হরিসোনা কালভার্ট এলাকায় হরতালের পক্ষে মহাসড়কে পিকেটিং শুরু করে। এ সময় শনিবার রাতে চট্রগাম থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ফ্রেম পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ ও একটি মালবাহী ট্রাকের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করে বাসটির সামনের গ্লাসসহ বেশ কয়েকটি সাইট গ্লাস ও ট্রাকের গ্লাস ভাংচুর করে পিকেটারা। একই সময় পিকেটাররা মহাসড়কের ওই স্থান অতিক্রম করতে যাওয়া ২/৩টি ট্রলার টেম্পু ও নসিমনে ইট পাটকেল নিক্ষেপ করে। ঢিলেঢালা ভাবে পালিত হরতালে ফাঁকে ফাঁকে মহাসড়ক দিয়ে চলা যান বাহনের চালকদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পিকেটারদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ বারই প্রথম হরতাল আহবান কারীদের পক্ষে গৌরনদীর রাজপথে কোন বিরোধী শক্তিকে পিকেটিংয়ে নামতে দেখা গেল। এর আগে বিএনপি ও চার দলীয় জোটের আহব্বানে যতগুলো হরতাল পালিত হয়েছে তার একটিতেও বিএনপি বা জোটের শরিক দলের কোন নেতা কর্মীকে রাজপথে মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই স্থানীয় বিএনপি ও শরিক দলের তৃনমূল পর্যায়ের নেতা কর্মীদের মাঝে।