আর্কাইভ

ইজ্জতের ভয়ে পালিয়ে আসা রিংকু এখন পুলিশ হেফাজতে

থেকে ভৎসনা পেয়ে রিংকু এদবর এখন পুলিশ হেফাজতে। রোববার দুপুরে ঝালকাঠি থানা পুলিশ তাকে শহরের চাঁদকাঠি এলাকা থেকে উদ্ধার করেছে। সেই সাথে নতুন নায়ক এক সন্তানের জনক জামাল হোসেনকেও আটক করেছে পুলিশ।

থানা হেফাজতে থাকা রিংকু এদবর (১৯) জানায়, দু’মাস পূর্বে আপন চাচাত ভাই রিপন এদবরের (২৪) কাছে একটি মোবাইল সিম চাইলে দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে। এতে রিংকু ক্ষিপ্ত হয়ে পরিবারের কাছে বিচার দাবী করলে তার ওপর নেমে আসে নির্যাতন। বাধ্য হয়ে রিংকুর বাড়ির সামনে সাইক্লোন সেল্টারে কাজ করতে যাওয়া এক সাইট কন্টাকটরের সাথে সখ্যতা গড়ে ওঠে। সম্প্রতি রিংকু ঐ ছেলের সাথে চলে গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে এবং এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। গত ১০-১২দিন আগে রিংকু বিকনা এলাকার জামাল হোসেনের সাথে চলে আসে। রিংকুর পরিবারের অভিযোগের পেক্ষিতে রোববার তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

Back to top button