উজিরপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার বাদিকে মারধর

বাদী ও স্বাক্ষীকে মারধর এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছে আসামীরা। জানা গেছে, বরিশাল অক্সফোর্ড মিশনের সাবেক শিক্ষক সুনিল হালদার হত্যা মামলার বাদী তার স্ত্রী ইসমিতা রানী হালদারকে ১০ জুলাই আসামী বিজয় সওজাল, সুষমা সওজাল, জয় সওজাল, মাইকেল সওজাল মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছে এবং ১ নং স্বাক্ষী রবি সওজালকে মারধর করে গুরুত্বর আহত করেছে। এ ব্যাপারে গতকাল সোমবার উজিরপুর থানায় একটি সাধারন ডায়রি করা হয়। ডায়রি নং ৪০৪। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৮ জুন উপজেলার সানুহার গ্রামের সুনিল মাষ্টার কে একই গ্রামের  বিজয় ও জয় সওজালের নেতৃত্বে ৭/৮ জনে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করে। পরে তার স্ত্রী বাদী হয়ে ২০ জুন উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামীরা মামলাকে ভিন্নখাতে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালায়। এছাড়াও আসামীরা এলাকায় সন্ত্রাসী, ভূমিদস্যু, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসাবে চিহ্নিত। তাদের নামে উজিরপুর থানায় ও  আদালতে  ৮/১০ টি মামলা রয়েছে। এই হত্যা কান্ডের কিছুদিন পূর্বে আসামীরা একটি মামলায় ১ বছর সাজাখেটে জেল থেকে বের হয়। ওই মামলার বাদী ছিল নিহত সুনিল মাষ্টার।আসামীরা এতে ক্ষিপ্ত হয়ে এই হত্যা কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতর পরিবার। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।