আর্কাইভ

গর্ভবর্তী মায়েদের ভাতা প্রদান করলেন বিসিসি মেয়র হিরন

হিরন বলেছেন, মহাজোট সরকার ক্ষমতায় এসে নারীদের অধিকার নিশ্চিত করেছে। একটি মহল নারীর ক্ষমতায়নের বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলো। কিন্তু তাদের সকল চক্রান্ত ব্যার্থ হয়েছে। আজ মঙ্গলবার  দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে সিটি কর্পোরেশন ও মহিলা অধিদফতর আয়োজিত গর্ভবতী ও সদ্য মা হওয়া ২’শ দুঃস্থ্য মহিলাকে মাতৃত্ব ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক এস এম আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা প্রদান অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তৃতা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকতা ডা. মতিউর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম প্রমূখ । এসময় প্রতি গর্ভবর্র্ত্তী ও সদ্য মা হওয়া প্রত্যোককে এককালীন ৪২’শ টাকা প্রদান করা হয়। আগামী ২ বছর পর্যন্ত প্রতিমাসে ৩৫০ টাকা হারে মাসিক ভাতা পাবেন বলে সূত্র জানায়।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button