গৌরনদীতে স্মরন সভা অনুষ্ঠিত

স্মরণে শিক্ষা মন্ত্রনালয়ের ঘোষিত শোক দিবস বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডার গার্ডেট স্কুলে পালিত হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণসহ দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করেছে।

অপরদিকে নিহতের স্মরনে গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত স্মরন সভায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিরসভাপতি টি.এম আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ও শ্রেষ্ঠ শিক্ষক মোঃ মুনসুর আহম্মেদ, সাধারন সম্পাদক কুতুবউদ্দিন, হোসনেয়ারা খানম, সেলিম আহম্মেদ, মহিরা সম্পাদিকা দেলোয়ারা বেগম, শিক্ষক সুধাম পাল, ইউনুস আলী, অর্চনা রানী বণিক, বরুন চন্দ্র, মোঃ নেছার উদ্দিন, আব্দুর রহমান খান, প্রতাব সিং প্রমুখ। শেষে মরহুম শিক্ষার্থীদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে বুধবার সারাদেশে যখন শোক দিবস পালন করা হয়েছে তখন গৌরনদীতেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের খেলা অনুষ্ঠিত হওয়ায় সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।