যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালনের কর্মসূচী ঘোষনা

জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদার সাথে পালনের  কর্মসূচী ঘোষনা করেছে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন, এই উপলক্ষে গত ১৭ই জুলাই রবিবার সন্ধ্যা ৮টায় নিউইর্য়ক-এর জ্যামাইকা ঘরোয়া রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম উর্দ্ধতন সহ-সভাপতি হাজী সফিকুল আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভার অন্যান্যদেও মাঝে আলোচনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ্ মো: বকতিয়ার, বারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো: আলী সিদ্দিকী, যুক্করাষ্ট্র আওয়ামীলীগ নেতা ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রিয় সমন্বয়কারী আবদুর রহিম বাদশা, আওয়ামীলীগ নেতা রমেশ নাথ, হিদাল কাদির বাপ্পা, নূরূল আমিন কতোয়াল, মহিলা আওয়ামী লীগনেতা মিসেস শাহ্ বখতিয়ার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জসিম উদ্দিন খান মিঠু ও যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সহ-সভাপতি মাওলানা বজলুর রহমান এবং সাধারন সম্পাদক কাজি আজিজুল হক খোকন, সভার প্রারম্ভে ৭৫’-এর ১৫ আগস্ট সপরিবাওে জাতীর জনক বঙ্গবন্ধু,১৯৫২ এর ভাষা আন্দেলন এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধে সহ আজ পর্যন্ত সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদেও প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সভাপতি মো: সামসুল আলমের মেজভাই বিশিষ্ট সমাজ সেবক খুরশিদ আলম (৬৫)এর মৃত্যুতে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এই মিলাদ ও দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ-সভাপতি মাওলানা বজলুর রহমান।

সভায় বিএন পি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সংবিধান সর্ম্পকে ব্রাষ্টবিরোধী বক্ত্যেব্যেও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন সংবিধান কোন দল বা ব্যাক্তির সম্পদ নয় যে, এটি ছুড়ে ফেলা যায়। সংবিধান দেশের জনগনের পবিত্র আমানত। সুস্থ রাজনীতির কোন বিকল্প নেই। সুস্থ সচেতন নাগরিকদের অর্জনই আমাদের স্বাধীন বাংলাদেশ।

নেতৃবৃন্দ বি এন পি জামাত মৌলবাদীদের যুদ্ধপরাধীদের বিচারের বিরোদ্ধে ষড়যন্ত্র মহাদুর্নিতীবাজ তারেক রহমান ও কোকো কে বাঁচানোর জন্যে বিদেশে আর্ন্তজাতীক মহলে মিথ্যাচার করে প্রপাগান্ডা করছে বলে সভায় অভিযোগ করেন।সভায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ১৫ আগস্ট জাতীয় শোকদিবস পালন করবে এবং জাতীয় শোক –এর মাস আগস্ট মাস প্রতিদিন যুর্ক্তরাস্ট্র -এর বাঙালী অধ্যুষিত এলাকায় মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থণার আয়োজন করা হবে; এবং যুক্তরাস্ট্রে বিভিন্ন কর্মসুচীর, সামাজিক, রাজনৈতীক সংগঠন যথাথত মর্যাদার সাথে শোকদিবসের মাস আগস্ট মাস পালন করবে। যুক্তরাস্ট্র শ্রমিকলীগ, যুবলীগ,বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র, সমাজকল্যাণ পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, আমরা ক’জন মুজিব সেনা, মুজিদ আর্দশ মূল্যায়ন পরিষদ, বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ, গ্রেটার ঢাকা এসোসিয়েসন, চার জাতীয় নেতা পরিষদ, যুক্তরাস্ট্র সোহওর্য়াদী স্মৃতি পরিষদ, নিউ ইংলেন্ড আওয়ামী লীগ

ক্যালির্ফোনিয়া আওযামীলীগ, ফ্লোরিডা আওয়ামী, মিশিগান ও নিউর্জাসী আওয়ামীলীগ এই দিনে যথাযথত মর্যাদার সাথে জাতীয় শোকদিবস পালন করবে। যুক্তরাস্ট্র আওয়ামীলীগ আগামী ২৩শে জুলাই শনিবার নিউইর্য়কে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করেছে।