মিরসরাই ট্রাজেডির ঘাতক ট্রাক চালক মফিজ গ্রেফতার

সিম উদ্দিন মফিজকে (৪৫) বৃহস্পতিবার সকালে বরিশালে গ্রেফতার করা হয়েছে। বিএমপি’র কাউনিয়া থানার উপ-পরিদর্শক হেমায়েত কবির ও সহকারী উপ-পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলার বাটনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ৫ দিন আগে ঘাতক ট্রাক চালক জসিম উদ্দিন মফিজ বরিশালের বাটনা গ্রামে বোনের মেয়ের শ্বশুর ফরিদ আহমেদ খানের বাড়িতে আত্মগোপন করতে আসে। ওই এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পুলিশ খবর পেয়ে ঘাতক মফিজকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মফিজ বলেন, মিরসরাই ট্রাজেডিতে আমি অনুতপ্ত। যে কোনো কারাদন্ড মেনে নিতে আমি প্রস্তুত রয়েছি।

এদিকে কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘাতক মফিজকে গ্রেফতারের বিষয়টি মিরসরাই থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সেখান থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশালে এসে মফিজকে নিয়ে যাবে। গ্রেফতারের পর মফিজকে কাউনিয়া থানায় রাখা হয়েছে। শুক্রবার তাকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১১ জুলাই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাইমারি ফুটবল টুনামেন্টের খেলা শেষে মিরসরাইয়ের স্কুল ছাত্ররা ট্রাকযোগে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ট্রাকের চালক মফিজের অসাবধানতায় শিক্ষার্থীদের নিয়ে ট্রাকটি উল্টে খাদে পরে ঘটনাস্থলেই ৪৪ জন শিক্ষার্থী মারা যায়। গ্রেফতারকৃত ঘাতক ট্রাক চালক জসিম উদ্দিন মফিজের বাড়ি মিরসরাই এলাকায়।