ঝালকাঠি বিদ্যূত উপকেন্দ্রকে ১৩২ কেভিতে রূপান্তরের দাবি

ঝালকাঠিতে বিদ্যমান বিদ্যুৎ সমস্যা সমাধানে ৪ দফা দাবি জানানো হয়েছে। মহাব্যবস্থাপক ওএন্ডএম খুলনা বরাবরে প্রেরিত দাবি গুলো হচ্ছে ৩৩/১১ কেভি উপকেন্দ্রকে রূপান্তরিত করে ১৩২ কেভি উপ-কেন্দ্রে উন্নীত করা, বিদ্যুৎ কর্মচারীদের বসবাসের জন্য জরাজীর্ন ভবন গুলো মেরামত না করা পর্যন্ত ১০% হারে ভাড়া কর্তন, পৌরবাসির সেবার মান উন্নয়নে বর্ধিত পৌরসভায় নতুন লাইন সম্প্রসারন এবং উপকূলীয় জেলা ঝালকাঠিতে সিডর আইলাসহ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও লোকবলের ব্যবস্থা করা। গত মঙ্গলবার অনুষ্ঠিত ঝালকাঠি শ্রমিক কর্মচারি লীগ (রেজি নং-বি-২১৩৫) এর উদ্যোগে এক জরুরী সভায় এ দাবী জানানো হয়। শ্রমিক লীগ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে  সভায় কমিটি পূনর্গঠন ও ৪ উপদেষ্টার পদ সৃষ্টি করে প্রস্তাবিত নাম সর্ব সম্মতিক্রমে গ্রহীত হয়। উপদেষ্টা মন্ডলীরা হলেন  প্রধান উপদেষ্টা জেলা আ’লীগ সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মেয়র আফজাল হোসেন রানা, ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক ও জাতীয় শ্রমিক নেতা চেরাগ আলী।