শিক্ষক হত্যাকারীদের বিচারের দাবিতে মানবন্ধন

 সুনিল হালদারের হত্যাকারীদের গ্রেফতারসহ বিচারের দাবিতে রোববার সকালে উজিরপুর উপজেলা সদরে বিভিন্ন সামাজিক সংগঠন সুধি সমাজ মানবন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বরিশাল অক্সফোর্ড মিশনের প্রবীন শিক্ষক ও উজিরপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা সুনিল হালদারকে গত ১৮ জুন নিজবাড়ী উজিরপুরের সানুহার গ্রামে দুর্বৃত্তরা জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার ৩ দিন পর নিহতের স্ত্রী স্মিতা হালদার বাদি হয়ে উজিরপুর থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর নিহতের স্ত্রী ও মামলার বাদি স্মিতা হালদার ও প্রধান স্বাক্ষী রবি সওজালকে আসামিরা প্রকাশ্যে দিবালোকে হামলা চালিয়ে গুরুতর জখম করে। এসময় হামলাকারিরা মামলা প্রত্যাহারের হুমকি দেয়। হুমকির মুখে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতার কারনে নিহতের পরিবারটি পালিয়ে বেড়াচ্ছেন।

এ ঘটনার প্রতিবাদে, হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ শাস্তি, এবং নিহতর পরিবার নিরাপত্তা নিশ্চিত করা ও মামলাটি দ্রুত চাঞ্চল্যকর হত্যা মামলা হিসাবে চিহ্নিত করে দ্রুত বিচার আইনে অর্ন্তভুক্ত করারা দাবিতে সকাল ১০ টায় উজিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সম্মুখে সড়কে  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, পূজা উদাযাপন পরিষদ ও সুশিল সমাজ দীর্ঘ ২ কিলোমিটার লম্বা  মানবন্ধন কর্মসূচি পালন করে। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ঐক্য পরিষদের সভাপতি দিলিপ কুমার সিকদার, সাধারন সম্পাদাক তাপস রায়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নুরুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন সরদার নান্টু, উজিরপুর প্রেস ক্লাবের সভাপিত মহাসিন মিয়া লিটন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, নিহতের স্ত্রী স্মিতা হালদার, মেয়ে শ্প্রিা হালদার, আওয়ামীলীগ নেতা ইকাবাল হোসেন বালী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক কামাল হোসেন সবুজ, অর্পূব কুমার বাইন রন্টু, সহদেব কুমার দাস, বরুন মিত্র, বিমল মাঝি প্রমুখ। বক্ত্যরা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে কঠিন আন্দোলনের ঘোষনা দেন। পরে মৌন মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদারের কাছে স্মারক লিপি প্রদান করে।