আর্কাইভ

বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষ

ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মঙ্গলবার দুপুরে সংর্ঘষ ঘটেছে। সংর্ঘষে গুরুতর আহত ছাত্রলীগ নেতা পারভেজকে আশংকা জনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুপুর ১টার দিকে হাতেম আলী কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইভানের সঙ্গে পারভেজের বাকবিতন্ডা ঘটে। একপর্যায়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইভান ও হাসানের নেতৃত্বে  পারভেজকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার পর বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ ক্যাম্পাসে এসে উভয় পক্ষকে নিবৃত্ত করেন। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক জানান, হাতেম আলী কলেজে দু’গ্রুপের মধ্যে অপ্রতিকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ বিষয়ে কয়েক দিন পর উভয় গ্রুপ নিয়ে সমঝোতা বৈঠকে বসা হবে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন

Back to top button