বানিজ্যমন্ত্রী অসাধু ব্যবসায় জড়িত- গয়েশ্বর রায়

কিভাবে চিনিসহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম কমবে। স্বাধীন বাংলাদেশে সম্মানের সঙ্গে বাঁচতে হলে ঐক্যবদ্ধভাবে এ নির্লজ্জ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আমিনবাজারে ৬ ছাত্র হত্যার বিচার ও রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে ন্যাশনাল ইয়ূথ ফোরাম আয়োজিত এক মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

মানববন্ধনে বিএনপির নির্বাহি কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ, বাংলাদেশ জাতীয় পার্টি মহাসচিব আবু নাসের মো. রহমতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, ইয়ূথ  ফারামের সভাপতি সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ প্রতিবাদের ভাষা  বাঝে না। তারা প্রতিবাদ বলতে জ্বালাও, পোড়াও ও ভাঙচুর বোঝে। বিএনপি জ্বালাও পোড়াও করছে না বলে সরকার আন্দোলনের ভাষা বুঝতে পারছে না। সরকার যাতে আন্দোলনের ভাষা বুঝতে পারে সেজন্য সকলকে একসাথে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। তিনি আমিনবাজারে নিহত ৬ ছাত্র হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।