বরিশালে রিকসা চালকের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

রিকসাচালকের ওপর মধ্যযুগীয় স্টাইলে নির্যাতন করেছে। নির্যাতনের শিকার রিকসাচালক কামাল হোসেনের (৩০) মাথায় এবং পিঠে ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর মাথার আঘাতস্থলে লবন ছিটিয়ে দেয়া হয়। পরে পুরো মাথা ন্যাঁড়া করে দেয় সন্ত্রাসীরা। অমানবিক এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নগরীর ২২ নং ওয়ার্ডের জিয়া সড়কে। চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

চালক কামাল হোসেন জানান, দীর্ঘ ৯ বছর পর্যন্ত তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন হাওলাদার বাড়িতে ভাড়া থাকেন। বেশ কয়েক দিন ধরে জিয়া সড়কের চিহ্নিত সন্ত্রাসী সোহাগ হাওলাদার ও সোহাগ ওরফে কালা সোহাগ তার নিকট থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নিয়ে আসছিল। সর্বশেষ শনিবার সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা তার কাছে ১০ হাজার টাকা দাবী করে। টাকা দিতে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীরা  রাত ১১টার দিকে তার নিজ ভাড়াটিয়া বাসার সামনে থেকে অপহরন করে মধ্য জিয়া সড়কে নিয়ে গিয়ে নির্যাতন করে।

ঘটনার সঙ্গে জড়িত সোহাগ হাওলাদার(৩২) ও সোহাগ মৃধা ওরফে কালা সোহাগ বীর দর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সোহাগ হাওলাদারের বিরুদ্ধে বিএম কলেজের বাস ভাংচুর করার অভিযোগ রয়েছে। এছাড়া ১৯৯৬ সালের শেষের দিকে দেশীয় পিস্তলসহ কোতোয়ালী পুলিশ তাকে গ্রেপ্তার করে। অপরদিকে সোহাগ ওরফে কালা সোহাগের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এদের দু’জনই এলাকায় মাদক ব্যাবসাও নিয়ন্ত্রন করছে।