রাজাপুরে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। গতকাল রোববারের অনুষ্ঠিত দ্বিতীয় সাময়িক পরীক্ষা বর্জন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শনিবার স্কুলের ইংরেজি শিক্ষক আফম আল ফরিদ এর বিরুদ্ধে প্রধান শিক্ষকের সাথে অশালীন আচরণ, ক্লাশে অশ¬ীল কথা বলা ও অফিস আদেশ পালনে অনিহা প্রকাশের অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করেন ম্যানেজিং কমিটির সভাপতি। এ ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম ও ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রাজ্জাকুল হায়দার বলেন, পরীক্ষা বর্জনের কোন ঘটনা ঘটেনি। সঠিক সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীরা বিষয়টি জানতে এসেছিল। শিক্ষক ফরিদের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সাথে অশালীন আচরণ, ক্লাশে অশ্লীল কথা বলা ও অফিস আদেশ পালনে অনিহা প্রকাশের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার এ সকল অভিযোগ তদন্তের জন্য ১ মাস মেয়াদী ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।  শিক্ষক আফম আল ফরিদ সাংবাদিকদের জানান, আমি বিএনপি সমর্থক হওয়ার অপরাধে প্রতিহিংসা মূলকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি সুনামের সাথে দীর্ঘ ৯ বছর চাকুরী করে আসছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এবিএম জাহিদ হোসেন ঘটনাটি শুনেছেন বলে জানান।