বরিশালে শীর্ষ নিউজের মানববন্ধনে হিরনপন্থী ক্যাডারদের হামলা

কাগজের সম্পাদক একরামুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে বারিশালে আহুত মানবন্ধনে বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা ক্যাডাররা। এতে শীর্ষ নিউজ ডটকমের বরিশাল ব্যুরো চীফ আহমেদ জালালসহ কমপক্ষে ৮ সংবাদ কর্মী আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুারো প্রধান ও শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানী, মোহনা টিভির প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, গনকন্ঠ ও বিডি প্রেস’র ব্যুরো শাহীন হাসান, দৈনিক শাহনামার ফটো সাংবাদিক শিকদার পারভেজ।

সোমবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সামনে সাংবাদিক মাইনুল হাসান সড়কে মানবন্ধন করার প্রাক্কলে সাংবাদিকরা জড়ো হয়। এর আগ থেকে মাইনুল হাসান সড়ক ও তার আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন থাকে। এছাড়া মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দীনের নেতৃত্বে ২০/২৫ জন্য ক্যাডার সদর রোড ও মাইনুল হাসান সড়কে মহড়া দেয়। সোয়া ১০টায় মানববন্ধন শুরু হলে বরিশাল কোতোয়ালী পুলিশ বাধা প্রদান করে ব্যানার ছিনিয়ে নেয়। একই সঙ্গে অতর্কিতভাবে ক্যাডার কালিবাড়ি রোডের মাদক ব্যাবসায়ী অন্তু, ল’কলেজ এলাকার অপু, বিএম কলেজ ছাত্রলীগের জোবায়ের, বাহাদুর, পলিটেকনিক ইনস্টিটিউটের মিজানুর রহমান মিজান, অক্সফোর্ড মিশন রোডের সুমন, ক্যাডার তারিক, বাপ্পা, জসিমের গাড়ির ড্রাইভার শুভ সাংবাদিকদের উপর চড়াও হয়। তারা সংবাদকর্মীদের এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। ওই সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। হামলার ইন্ধন জুগিয়েছেন যুবলীগের বহিস্কৃত নেতা টেন্ডারবাজ আবুয়াল হোসেন অরুন। মানববন্ধনে ক্যাডারদের হামলার প্রতিবাদে বেলা ১১টায় সাংবাদিকরা নগরীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

মানববন্ধনে অংশ গ্রহন করেন বরিশাল রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক সত্য সংবাদের সম্পাদক মীর মনিরুজ্জামান, এনটিভি ও যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির,বাংলা ভিশনের প্রতিনিধি শামীম আহমেদ, দৈনিক সকালের খবরের ব্যুরো শাহীনা আজমীন, সংবাদের প্রতিনিধি বিধান সরকার, দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার আযাদ আলাউদ্দীন, পরিবেশ সাংবাদিক সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি লীলা রানী, বরিশাল সংবাদপত্র প্রতিনিধি পরিষদের সভাপতি অরুন, ফোকাস বাংলার প্রতিনিধি মিজানুর রহমান, বরিশাল বার্তার নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দীন সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক হাসান সরদার জুয়েল, সমাজকর্মী রফিকুল ইসলাম, বাংলা রিপোর্ট ২৪ ডটকমের ব্যুরো শাওন খান, ভোরের সময়ের ব্যুারো শামীম আহসান, সংবাদকর্মী অপূর্ব দাস অপু, সুমন দাস, এম সালাউদ্দীন, এম মোফাজ্জেল, বায়োজিদ পান্নু, আমীন, আমিনুল সোহাগ, জুয়েল মাহমুদ, জুয়েল, একরামুল কবির। এছাড়া অংশ গ্রহন করেন অ্যাড মহসিন মন্টু, অ্যাড সাইয়েদ উদ্দীন আহমেদ মধু, নারী নেত্রী হেলেন চৌধুরী, ছাত্রনেতা আমিনুল ইসলাম লিপনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের সামনে আসেন বিসিসি মেয়র ও মহানগর আ’লীগের আহবায়ক অ্যাড.শওকত হোসেন এবং বরিশাল-১ আসনের আ’লীগ দলীয় এমপি এডভোকেট তালুকদার মোঃ ইউনুছ। তারা ঘটনাস্থলে এসে সাংবাদিকদের নিকট ক্ষমা চেয়েছেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ারও আশ্বাস দেন। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান হামলাকারীদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যাবস্থা নিবেন।

দৈনিক শাহনামার সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পুলিশের সঙ্গে যখন সরকারদলীয় কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করে তখন তাই ইতিহাস হয়ে থাকে। এনটিভি ও যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন জানান, দুর্নীতিবাজদের দুর্নীতির পথ সহজ করতেই গণতন্ত্র বা গণমাধ্যমের গলাটিপে ধরা হচ্ছে।

উল্লেখ্য, শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ’র সম্পাদক মো: একরামুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী গিয়াসউদ্দিন তালুকদারের ব্যবসায়িক প্রতিষ্ঠান বলাকা ইন্টারন্যাশনালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মামলার এজাহারে ঢাকার কার্যালয় হিসেবে যে ঠিকানা উল্লেখ করা হয়েছে সরেজমিনে গিয়ে ওই নামের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো হদিস মেলেনি। মামলার এজাহারে বলাকা ইন্টারন্যাশনালের ঢাকা কার্যালয়ের ঠিকানা হিসেবে ৪৪/৯, পশ্চিম পান্থপথ, কলাবাগানের ‘হক টাওয়ার’-এর কথা উল্লেখ করা হয়েছে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়েই গত ২৬ জুলাই বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। সরেজমিনে ‘হক টাওয়ার’-এ বলাকা ইন্টারন্যাশনাল নামের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। টাওয়ারের ম্যানেজার কামাল উদ্দিন ও কেয়ারটেকার শামীম আহমেদ জানান, ৬তলা এই ভবনে ওই নামের কোনো অফিস কিংবা গিয়াসউদ্দিন তালুকদার নামের কোনো ভাড়াটিয়া নেই। এমনকি কখনো ছিলও না। সরেজমিনে ভবনের নিচতলায় অহনা ফার্নিচার, দ্বিতীয় তলার আংশিক নিটোল ইন্স্যুরেন্স; দ্বিতীয় তলার অবশিষ্ট অংশ, তৃতীয় তলার সম্পূর্ণ, চতুর্থ তলার আংশিক আইটিভিষণ কমিউনিকেশন, চতুর্থ তলার অপর অংশে ইজিসি ফাইবার্স ও জ্যারগন ফাইবার্স লিমিটেডের অফিস এবং ৫ম ও ষষ্ঠ তলা আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে চলে আসার ১০/১৫ মিনিট পর টাওয়ারের ম্যানেজার কামাল উদ্দিন পরিচয় দিয়ে শীর্ষ নিউজ ডটকম’র প্রতিবেদক মো: মহসীন কবিরের মুঠোফোনে কল দিয়ে জানানো হয় যে, টাওয়ারের নিচতলার অহনা ফার্নিচারের দোকানটিই বলাকা ইন্টারন্যাশনালের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। ৫/১০ মিনিট পর ওখানে গেলে ওই  প্রতিষ্ঠানের লোকজনদের পাওয়া যাবে বলেও জানান তিনি। জানা যায়, ভবনের নিচ তলার অহনা ফার্ণিচারের মালিক আলী আকবর রাসেল। গিয়াস উদ্দিন তার খালাতো ভাই। ঢাকায় এলে গিয়াস উদ্দিন তার দোকানে মাঝে মধ্যে আসেন। রাসেল জানান, গত ২৬ জুলাই রাতে তিনি দোকানে ছিলেন না। শুনেছি গিয়াস আমার এখানে এসেছিল। কিন্তু তার সাথে আমার কথা হয়নি এবং সেদিন এখানে কোন কিছু ঘটেছে কিনা তাও আমি বলতে পারবো না। চট্টগ্রাম ব্যুরো জানায়, বলাকা ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় হিসেবে বন্দর নগরীর ফিরিঙ্গি বাজারের কাজী নজরুল ইসলাম রোডের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে সেখানেও ওই নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।