প্রথম তারাবির রাতেই ভয়াবহ লোডশেডিং ॥ মুসুল্লীদের বিক্ষোভ

সোমবার বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও প্রচন্ড তাপদাহে মুসুল্লীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পবিত্র রমজান মাসে নিরবিছিন্ন বিদ্যুতের দাবিতে তারাবির নামাজ শেষে রাত দশটার দিয়ে মুসুল্লীরা বিক্ষোভ মিছিল ও সভা করেছেন।

জানা গেছে, প্রচন্ড গরমের সাথে পাল্লা দিয়ে সোমবার দিনভর পৌর সদরসহ বিভিন্ন মহল্লায় ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং দেখা দেয়। গতকাল সোমবার প্রথম তারাবির নামাজের সময়েও বিদ্যুত না থাকায় মুসুল্লীদের প্রচন্ড গরমকেই উপেক্ষা করে নামাজ আদায় করতে হয়। নামাজ শেষে রাত দশটার দিকে পৌর এলাকার গেরাকুল জামে মসজিদের মুসুল্লীদের উদ্যোগে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভার মাধ্যমে বক্তারা পল্লী বিদ্যুতের স্থানীয় অফিসের কর্মকর্তাদের হুশিয়ারি উচ্চারন করে বলেন, পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন বিদ্যুত সরবরাহ করা না হলে তারা বিদ্যুত বিল পরিশোধ বন্ধ করে দেয়াসহ কঠোর আন্দোলনের ঘোষনা করবেন। এ ব্যাপারে তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও স্থানীয় প্রশাসনের উধর্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ রির্পোট লেখা পর্যন্ত গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত গৌরনদী পৌর এলাকার অধিকাংশ মহল্লায় বিদ্যুৎ সরবরাহ করা হয়নি।