বাণিজ্যমন্ত্রীকে পদত্যাগের আহ্বান হান্নান শাহ’র

করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। নিজের ব্যর্থতা বুঝার পরও মন্ত্রীসভা থেকে সরে না দাঁড়ালে জনগণই তাকে পদত্যাগে বাধ্য করাবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত বিদ্যুৎ, পানি সংকট সমাধান ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁসিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় পাটির্র মহাসচিব আবু নাসের রহমতুল্লাহ। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান গোলাম মর্তুজা বক্তব্য রাখেন।

সরকারের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সরকারের ভেতর থেকেই ওঠে এসেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নিজের দলের লোকেরাই যখন তাকে (বাণিজ্যমন্ত্রীকে) এ পদে দেখতে চায়না তখন তার পদত্যাগ করাই দেশের জন্য মঙ্গল।

বর্তমান সরকারকে দুর্ভোগের সরকার আখ্যা দিয়ে হান্নান শাহ বলেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জনগণকে না খাইয়ে মেরেছিল। বাণিজ্যমন্ত্রীর কম খাওয়ার পরামর্শ জণগনকে ১৯৭৪-এর দুর্ভিক্ষের কথা স্মরণ করিয়ে দেয়।

হান্নান শাহ বলেন, বাণিজ্যমন্ত্রী নিজে টেবিল জুড়ে খাবার নিয়ে বসেন। আর দেশের মানুষকে কম খাওয়ার পরামর্শ দেন। এটা খুবই হাস্যকর। দ্রব্যমূল্যে যতই বৃদ্ধি হোক সরকারের মন্ত্রী এমপিদেরও খাবার কিনতে কোনো অসুবিধা হয়না উল্লেখ্য করেও হান্নান শাহ বলেন, কারা কোথা থেকে কিভাবে উপার্জন করে তা দেশের মানুষ ভালো ভাবেই জানে।