চীফ এবং গৌরনদী ডট কম’র বিশেষ প্রতিনিধি আহমেদ জালালকে হত্যার চেষ্টায় সন্ত্রাসী হামলার ঘটনায় সাধারন ডায়রী করা হয়েছে। শুক্রবার রাতে বরিশাল কোতোয়ালী মডেল থানায় ডায়রীটি রেকর্ড করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, হামলার ঘটনায় সাংবাদিক আহমেদ জালাল থানায় সাধারন ডায়রী করেছেন (ডায়রী নং-২৮২)। তিনি আরো জানান, হামলাকারী বা যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্র জানায়, ডায়রীতে চিহ্নিত দু’জনসহ অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামি করা হয়েছে। চিহ্নিত আসামিরা হলো নগরীর হাসপাতাল রোডের ল’কলেজ সংলগ্ন নাসির মোল্লার বাসায় বসবাসকারী ইয়াবা ব্যবসায়ী হিসাবে পরিচিত তপন (৩০) ও বিএম কলেজ রোডের ইন্দোবাংলার বিপরীত ভবনে বসবাসকারী ছিচকে সন্ত্রাসী জোবায়ের (২৬)। এরমধ্যে তপনের বাড়ি বাকেরগঞ্জের নলুয়ায়। আর জোবায়েরের বাড়ি গোপালগঞ্জে। সংবাদ প্রকাশের জের ধরে তপনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
প্রসঙ্গত গত ৩ আগষ্ট বুধবার রাত ১টার দিকে সাংবাদিক আহমেদ জালাল শীর্ষ নিউজের আগরপুর রোডস্থ অফিস থেকে হাসপাতাল রোডস্থ বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। ওই সময়ে তাকে হত্যার উদ্দেশ্যে তুলে নেয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে তা ব্যর্থ হয়। ঘটনার পর কোতোয়ালী মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল গেলে তপন পালিয়ে যায়।