সরকার নির্ধারিত মূল্যে কোন পন্যই বিক্রি হচ্ছে না গৌরনদীর বাজারে

বরিশালের গৌরনদীর বাজারে। রমজানের শুরু থেকে বাজার থেকে উধাও হয়ে গেছে চিনি। সরকারের নির্ধারিত দামের চেয়ে ১০ থেকে ১২ টাকা বেশী দরে চিনি বিক্রি হচ্ছে গৌরনদী উপজেলার খুচরা বাজার গুলোতে। বাজার তদারকির জন্য মোবাইল কোর্ট থাকার কথা থাকলেও এ খানে মোবাইল কোর্টের কোন তদারকি নেই বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিটি দোকানে পন্যেনের মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ থাকলেও খুচরা বিক্রোতারা কেউ তা মানছেনা। রমজানে বাজার দর স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নিয়ে সভা করে উপজেলা প্রশাসন যে মূল্য নির্ধারন করেছেন তা মানছে কোন ব্যবসায়ী। উপজেলার বাটাজোর বন্দরের খুচরা বিক্রোতা সাইফুল ইসলাম জানান, রোজা শুরুর আগের দিন ৬৮ টাকা ৭৫ পয়সা কেজি দরে পাইকারী বাজার থেকে চিনি ক্রয় করেন। ওই চিনি ৬৫ টাকা কেজি দরে বিক্রি করে লোকসান দেয়া অসম্ভব। তিনি আরো জানান, গত শুক্রবার চিনি ক্রয় করতে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন। টরকী বন্দর, গৌরনদী বন্দর, বাটাজোর বন্দর, বার্থী বাজার, সরিকল বাজারসহ বিভিন্ন বাজার খুরে দেখা গেছে, প্রতিটি দোকানে পন্যনের সরকারি মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ থাকলেও খুচরা বিক্রোতারা কেউ তা মানছেনা।

গত ২ দিনে ক্রমেই বাড়ছে সবজির দাম। কাঁচা মরিচের দাম ৩০ টাকা থেকে বেড়ে ৯০ টাকা, আলু ৪ টাকা বেড়ে ১৬ টাকা, পেয়াজ ৫ টাকা বেড়ে ৩৭ টাকা, রসুন ৮ টাকা বেড়ে ৭০ টাকা, আদা ১০ টাকা বেড়ে ৭৪ টাকা বিক্রি হচ্ছে। শসা কেজি প্রতি দাম বেড়েছে প্রায় ৩০ টাকা। বয়লার মুরগি ১৩০ থেকে ১৩৫ টাকা ও লেয়ার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করলেও দেশী মুরগি মধ্য বিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। ইচ্ছে মত  দেশী মুরগির দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা। রমজানে সব ধরনের মড়ির দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা। ক্রোতাদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় মাছ বাজাওে গিয়ে। অনেক দিন আগ থেকেই মাছ বাজারে আগুন লেগে আছে। খামারের চাষ হয়া পাঙ্গাস ও তেলাপিয়া ছাড়া অন্য মাছ ক্রয়ে মধ্যবিত্তদের অসম্ভব হয়ে পড়েছে। ইলিশ মাছের কেজি দেড় থেকে দুই হাজার টাকা, পোয়া মাছ কেজি ৫০০ টাকা, ছোট চিড়িং মাছ কেজি ৪শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম হালি প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়ে গেছে। সাধারন ক্রেতারা জানান, রমজানে দাম কমেছে এমন কোন পন্য নেই।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, অচিরেই এ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে অবহিত করা হবে। তার পরে কেউ এ নির্দেশ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।