নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে জয়নুল আবেদিন ফারুক

তারেক রহমানের নামে গ্রেফতারী পরোয়ানা জারি ও হানাদার পুলিশের বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে নিউইয়র্কে সাংবাদিক সম্মেলন করেছেন বিরোধী দলীয় চীপ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

 

গতকাল ৮ই আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৫টায়) জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিএনপির অনেক নেতা কর্মীসহ অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় সকল সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিরোধীদল দমনের যে নীতি অবলম্বন করছেন সংবাদ সম্মেলনে তার তীব্র প্রতিবাদ করেন সদ্য পুলিশের নির্যাতনের স্বীকার বিরোধী দলীয় চীপ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

তিনি বলেনঃ সরকার বিরোধীদল দমননীতির মাধ্যমে দেশে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। অথচ দেশের মানুষের মুখে খাবার নেই, বিদ্যুৎ নেই, পানি নেই সেইদিকে কোন প্রকার খেয়াল রাখছেন না তারা। শুধু মিথ্যা অজুহাতে মামলা আর নির্যাতন করে দেশবাসীকে অতিষ্ঠ করে তুলেছেন। এই অত্যাচার থেকে মুক্তি পেতে হলে দেশে ও বিদেশে একযোগে আন্দোলনের মাধ্যমে সরকার পতন তরান্বিত করতে হবে। জাতির স্বার্থে জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হামলা, মামলার ভয়ে ঘরে বসে থাকা চলবে না। রাষ্ট্রীয় সন্ত্রাস দমনে সরকারের বিরুদ্ধে গন অভ্যুত্থানের সৃষ্টি করতে হবে।

 

তিনি আরও বলেন: যারা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তাদেরকে বলতে চাই যেদিন ফেলানীকে হত্যাকরে তিনদিন কাঁটাতারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল একটু প্রতিবাদ পর্যন্ত করেননি সেদিন আপনাদের দেশপ্রেম কোথায় ছিল?

 

বাংলাদেশের ভূখণ্ডে এসে বিদেশী সেনারা যখন আমার ভাইদের হত্যা করে, এমনকি লাশ পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায় আপনারা নীরব থাকেন, কোন প্রতিবাদ করেন না। আপনাদের দেশপ্রেম সম্পর্কে জাতি আজ অবগত। সাহস থাকলে নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করুন দেখবেন দেশবাসী আপনাদের কিভাবে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেয়! সময় বেশীনেই তাই ষড়যন্ত্র না করে দেশ সেবায় মনোনিবেশ করুন। অত্যাচার নির্যাতন করে কেউ টিকে থাকতে পারেনি আপনারাও পারবেন না।

 

PBC24’র পক্ষথেকে মতিউর রহমান লিটুর এক প্রশ্নের জবাবে চীপ হুইপ জয়নুল আবেদিন ফারুক শীর্ষ নিউজ ডট কমের সম্পাদক একরামুল হককে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেনঃ বাকশালী এই সরকারের আমলে যে সকল মিডিয়া বা সাংবাদিক বৃন্দ নির্যাতিত হয়েছেন বা হুমকির মুখে আছেন তাদের পাশে বিএনপি সর্বদা আছে এবং থাকবে। বিএনপি ক্ষমতায় এলে সেই সকল সাংবাদিকদের মেধার মুল্যায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

গত মাসে শান্তিপূর্ণ হরতাল চলাকালে পুলিশের নির্যাতনে গুরুতর আহত হয়ে জয়নুল আবেদিন ফারুক বর্তমানে নিউইয়র্কে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ অবস্থায় এই সংবাদ সম্মেলন করার কারন জানতে চাইলে তিনি বলেনঃ আপনারা সকলে জানেন আওয়ামী পুলিশের নির্যাতনে আমি গুরুতর আহত হয়েছি, আমার বাম পায়ের হাঁটুতে অপারেশন করা হয়েছে- আমি হাটতে পারছিনা, চলতে পারছিনা অথচ নির্যাতনকারী আওয়ামী পুলিশ কর্মকর্তা বিভিন্ন মিডিয়াতে আমার বিরুদ্ধে বিষেধাগার করছে। একজন নির্বাচিত এমপিকে নিয়ে পুলিশের এহেন মিথ্যাচারের প্রতিবাদ করতেও আমার ঘৃণা লাগে কিন্তু দেশবাসীর ভালবাসা ধরে রাখতে ও জনসেবায় নিজেকে উৎসর্গ করতে প্রতিবাদ না করে পারছি না। তবে আপনাদের বলতে চাই- পুলিশবাহিনী রাষ্ট্রের একটি অংশ, এই বাহিনীর প্রতি আমার কোণ ক্ষোভ নেই তবে যে সকল পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের উপর নির্যাতন করছে ক্ষমতায় এলে অবশ্যই আমরা তাঁদের বিচার করব ইনশাল্লাহ।

 

এছাড়া তিনি তাঁর বিপদে পাশে থাকার জন্য নিউইয়র্কে অবস্থানরত সকল বিএনপি নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে চিকিৎসক ডাঃ মজিবুর রহমান, মোস্তফা কামাল পাশা বাবুল সহ অন্যান্যদের ধন্যবাদ জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে চীপ হুইপের পাশে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, বহির্বিশ্ব বিএনপির আহবায়ক আব্দুল লতিফ সম্রাট, বিএনপি নেতা ডাঃ মজিবুর রহমান, মোস্তফা কামাল পাশা বাবুল, জিল্লুর রহমান জিল্লু, হজরত আলী, আনোয়ারুল ইসলাম,  বেলাল মাহমুদ, গোলাম ফারুক শাহীন, আক্তার হোসেন বাদল, আব্দুল বাতেন, তোফায়েল চৌধরী লিটন, আবু সাইয়েদ আহমেদ, আতাউর রহমান আতা, সরুপকাঠী পৌরসভার মেয়র মাহবুব আহসান, রফিকুল ইসলাম ডালিম, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জাকির হাওলাদার, রুহুল আমীন নাসির সহ বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। ইফতারীর আগে দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়ালী উল্লাহ আতিকুর রহমান।