জিয়ার বিরুদ্ধে মামলা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরীতে বিক্ষোভ শেষে নেতা-কর্মীরা সমাবেশে মিলিত হয়।
দুপুর দেড়টা হতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। দুপুর ২টায় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমপি মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাড.কামরুল আহসান শাহীন, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এবায়েদুল হক চাঁন, বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, বিসিসির প্যানেল মেয়র একেএম শহিদুল্লাহ,বিএনপি নেতা জিয়াউদ্দীন শিকদার জিয়া।