মসজিদের বারান্দায় ক্লাশ করে এবারের আলিম পরীক্ষায় কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করেছে। পরীক্ষায় ১২ জনের মধ্যে ৩ জন A+সহ শতভাগ পাশ করে মাদ্রাসাটি ব্যাপক সুনাম কুড়িয়েছে। চরম দৈন্যদশার মধ্যে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। শ্রেনীকক্ষ না থাকায় বারান্দায় বসে ছাত্রদের ক্লাশ করতে হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষের আন্তরিক প্রচেষ্টা এবং কঠোর ভূমিকার ফলে ছাত্ররা শতভাগ পাশের সম্মান অর্জন ছিনিয়ে এনেছে। কুতুবনগর এলাকায় সুগন্ধা নদী তীরে ঝালকাঠি বাস টার্মিনালের পাশাপাশি এ মাদ্রাসাটি যেকোন সময় নদী ভাঙ্গনের মুখে পড়তে পারে।
১৯৮৭ সনে দাখিল এবং ২০০১ সনে আলিম অনুমতি পেয়ে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। বর্তমানে এখানে ইয়াতিম খানায় প্রায় ৫’শ শিক্ষার্থী পড়াশুনা করছে। মাদ্রাসা অধ্যক্ষ মাও: আব্দুল মান্নান জানান, সরকার এবং দানশীল ব্যক্তিদের সহযোগীতায় একাডেমিক স্বীকৃতি এবং ভবন নির্মান করা হলে শিক্ষার্থীদের পড়াশুনার পরিবেশ তৈরীর পাশাপাশি ফলাফল আরো ভালো করা সম্ভব হবে।