ঈদের মার্কেট করা হলোনা প্রটকল চালক সুমনের

প্রটোকল চালক সুমন ও বন্ধু রহিম আইজ মোরে লইয়া ঈদের কেনকাডার লাইগা মার্কেটে যাওয়ার কথা আছিলো। মার্কেটে না যাইয়া ক্যান তুমি ওনারে (স্বামীরে) লাশ রাহার ঘরে নিলা। এ্যার চাইয়া তুমি ক্যান মোরে লইয়া গ্যালা না”। এভাবেই বিলাপ করে কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন, দুস্কৃতকারীদের উপর্যপুরি ছুরিকাঘাতে নিহত আগৈলঝাড়া উপজেলার কাজিরগ্রাম সাজুরিয়া গ্রামের ভাড়ায়চালিত মটরসাইকেল চালক সুমন সরদারের নববধূ মৌসুমী বেগম (১৮)।

আজ সোমবার বিকেলে সরেজমিনে আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজারে গিয়ে জানা গেছে, কাজিরগ্রাম সাজুরিয়া গ্রামের দিনমজুর আক্কেল সরদারের পুত্র সুমন সরদার (২২)।

মটরসাইকেল ভাড়ায় চালিয়ে আট সদস্যর পরিবারের সুমন একাই ভরন পোষন জুগিয়েছে। গত চার মাসপূর্বে সুমন পাশ্ববর্তী গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের আরজ আলীর কন্যা মৌসুমী খানমকে সে বিয়ে করে।

নিহত সুমনের পিতা আক্কেল সরদার জানান, রবিবার রাত সাড়ে নয়টার দিকে চেঙ্গুটিয়া বাজার থেকে কালকিনি যাওয়ার কথা বলে একই এলাকার হাচেন হাওলাদার ও ইসমাইল হাওলাদার সুমনের মটরসাইকেল ভাড়া করে। এসময় সুমন তার বন্ধু ভ্যানচালক রহিম হাওলাদারকে (২০) সাথে নিয়ে যায়। গভীর রাতে মোবাইল ফোনে খবর আসে সুমনকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে কালকিনির দর্শনা আশ্রামের সন্নিকটে ফেলে রাখা হয়েছে। রাত তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তিনি তার পুত্রের লাশ সনাক্ত করেন। এ খবর ছড়িয়ে পরলে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্ত্রী মৌসুমী বেগম বিলাপ করে জানান, রবিবার ইফতারির শেষে সুমন তাকে বলেছিলো সোমবার তাকে নিয়ে ঈদের কেনাকাটা করতে যাবে। এরপর সুমন ঘর থেকে বের হয়।

রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, রবিবার রাতে সুমনের লাশ উদ্ধার করা হলেও আজ সোমবার সকালে একই স্থানের পাশ্ববর্তী খালের মধ্য থেকে পুলিশ রহিম হাওলাদারের লাশ উদ্ধার করে। নিহত রহিম কান্দিরপাড় চেঙ্গুটিয়া গ্রামের নজরুল হাওলাদারের পুত্র।

ইউপি সদস্য ডবলু তালুকদার বলেন, হাচান ও ইসমাইল হাওলাদার এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। এছাড়া ইসমাইল ইতিপূর্বে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে একজনকে হত্যার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। প্রাথমিক অবস্থায় আমরা ধারনা করছি হাচান ও ইসমাইল ভাড়া করে মটরসাইকেল নিয়ে সুমন ও রহিমকে পরিকল্পিতভাবে হত্যা করে মটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ ওসি শাহীন মন্ডল বলেন, এ ঘটনায় নিহত সুমনের পিতা আক্কেল সরদার বাদি হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মটরসাইকেল ছিনতাই ও মাদক ক্রয়-বিক্রয় নিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে তিনি ধারনা করছেন। তিনি আরো বলেন, ইসমাইল ও হাচানের সন্ধ্যান পেলেই হত্যাকান্ডের মুল রহস্য বেরিয়ে আসবে।