ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নানা কর্মসূচী গ্রহন করে। অন্যান্য কর্মসূচীর মাঝে শোক র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে দলীয় লোকজন ছাড়াও শহরের বিভিন্ন পেশাজীবীরা অংশ নেয়। র‌্যালী পূর্ব আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সাধারন সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ্ব সুলতান হোসেন খান, পৌরমেয়র আফজাল হোসেন রানা, আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তার বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এ শোককে শক্তিতে পরিনত করে আগামী দিনে দেশ পরিচালনার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য প্রত্যেক নেতা-কর্মীকে আরো বেশী ধৈর্ষ্যরে সাথে কাজ করতে হবে। আর সে কর্মসূচীর মাধ্যমেই পরিচালিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলাদা কর্মসূচীও গ্রহন করছে।

এদিকে নবগঠিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মাজাভাই’র আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। শহরের ডালিয়ান চাইনিজ রেষ্টুরেন্টে রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ. ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতা-কর্মীদের আমন্ত্রন জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম প্রধান অতিথি, সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির , সাংগঠনিক সম্পাদক সুলতান হোসেমন খান ও পৌর মেয়র আফজাল হোসেন রানা বিশেষ অতিথি ছিলেন।