বরিশালে কার্গো ডুবিতে চারজন নিখোঁজ

এতে সিমেন্টে বোঝাই ওয়াই সিং নামক একটি কার্গো নদীতে ডুবে গেছে। কার্গোর ৪ জন নিখোঁজ রয়েছে। তারা হলো কবির সুকানী (৩০), শাহ আলম (২৮),সানাউল্লাহ (২৭) ও মাসুদ(২৫)।
জানা গেছে, চট্রগাম থেকে ওয়াই সিং জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আর রাইবা নামক অপর একটি তেলের ট্যাংকার চট্রগ্রাম থেকে বরিশাল আসছিল। মেহেন্দিগঞ্জের কালিগঞ্জের মল্লিকপুরের গোলবায়া এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বুধবার ভোর রাত সাড়ে ৪টায় উভয় কার্গোর মধ্যে মুখোমুখী ধাক্কা লাগে। একপর্যায়ে ওয়াই সিং নদীতে ডুবে যায়। এরপর তীড়ে সাতরিয়ে উঠতে সক্ষম হন জাহাজের ১৩ জনের মধ্যে ৯ জন। এদের মধ্যে রয়েছে নজরুল সুকানী, শাহীন, সোহরাফ, রিয়াজ, জামশেদ, সবুজ। এরা বর্তমানে কালিগঞ্জ ঘাটে আশ্রয় নিয়েছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত জাহাজটি উদ্ধার তৎপরতার কোন খবর মিলেনি। মেহেন্দিগঞ্জ থানার ওসি জুলফিকার মোঃ গাজ্জালী জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।