বরিশালে চরআবাদীর বিশাল এলাকা নদীগর্ভে

উত্তর চরআবদানী এলাকার প্রায় এক একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে রয়েছে প্রায় অর্ধশত পরিবার।
গতকাল মঙ্গলবার ফজরের নামাজের পরপরই কীর্তনখোলা নদী সংলগ্ন ঐ পরিমাণ জমি নদীতে ধ্বসে পড়ে। এ সময় বিশাল এলাকা জুড়ে ফাঁটলের সৃষ্টি হয়। বর্তমানে হুমকির মুখে রয়েছে ৩০/৪০টি পরিবার। ইতিমধ্যে বেশ কিছু পরিবার তাদের ঘর অন্যত্র সরিয়ে নিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ কয়েক বছরের অব্যাহত ভাঙ্গনে গৃহহীন হয়ে পড়েছে সেখানকার শতাধিক পরিবার। প্রতিবারই ভাঙ্গনের পর মেয়র, সংসদ সদস্য ও জেলা প্রশাসনের লোকজন ছুটে আসে। তারা ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে চলে যান। কিন্তু কোন সময় তা বাস্তবে রূপ নেয় না।
ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু জানান, ভাঙ্গনের বিষয়ে একাধিকবার প্রমাসনের সকল মহলকে অবহিত করা হয়েছে। তাদের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয় না বিধায় এখন আর জানাই না।