আগৈলঝাড়া ডিগ্রী কলেজের অভিভাবক নির্বাচন জমে উঠেছে

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ শেষ সময়ে জমে উঠেছে বরিশালের আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অভিভাবক নির্বাচন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২১ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকায় মৃত ব্যাক্তির নাম, একই ব্যাক্তি একাধিকবার ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় কর্তৃপক্ষের উপর চরম ক্ষুব্ধ রয়েছেন প্রার্থীরা। একাধিক ভোটার হলেও কয়টি ভোট দেয়া যাবে সে বিষয়ে নিশ্চিত নয় প্রার্থীরা। তবে অধ্যক্ষ হেমায়েত উদ্দিন ভোটার তালিকা ত্র“টিপূর্ণর কথা স্বিকার করে বলেন,  এক ব্যক্তি একটি ভোটই প্রয়োগ করতে পারবেন। নির্বাচনে ৮ জন প্রতিদ্বন্দি প্রার্থীর প্রতিদ্বন্দিতাপূর্ন নির্বাচন শেষ সময়ে জমে উঠেছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়ীত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিবাবক নির্বাচনে ১০ টি মনোনয়নপত্র বিক্রি করা হলেও ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যার সবগুলোই  বৈধ বলে বিবেচিত হয়। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪ শ ৩৭ জন। নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন-আবুল বাশার হাওলাদার, কমল কৃষ্ণ দাস শংকর, ড.নীল কান্ত বেপারী, পরেশ রায়, মো. হারুন-অর-রশিদ, সহদেব বাড়ৈ সুখরঞ্জণ, শুখেন্দু বিশ্বাস মন্ডল ও যাদব মজুমদার। এদর মধ্যে আবুল বাশার হাওলাদার ও ড. নীল কান্ত বেপারী প্রতিদ্বন্দিতা থেকে অনেক আগেই সরে দারিয়েছেন। ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, নির্বাচনে মুল প্রতিদ্বন্দিতায় থাকবেন কমল কৃষ্ণ দাস শংকর,হারুন-অর-রশিদ,পরেশ রায় ও যাদব মজুমদার।