আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ বরিশাল-পটুয়াখালী মিনিবাস সমিতির দাপটে নলছিটি-খুলনা রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গত ৩ সেপ্টেম্বর থেকে মোল্লারহাট-নলছিটি – রুপাতলী-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট খুলনা রুটে একটি বিআরটিসি বাস চলাচল শুরু করে। কয়েকদিন চলার পর গত ১৪ সেপ্টেম্বর সকালে ওই গাড়িটি মোল্লারহাট থেকে ছেড়ে নলছিটি হয়ে বরিশালের রুপাতলী বাসষ্ট্যান্ডে পৌঁছলে বরিশাল মিনিবাস সমিতির নেতাদের বাঁধার সম্মুখীন হয়। বরিশাল ষ্ট্যান্ডে পৌঁছার পর বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আ’লীগ নেতা অজিযুল হক শাহীন তার সমিতির মালিক শ্রমিক নিয়ে খুলনাগামী বিআরটিসি বাসটিকে আটক করে। যাত্রীদের অনুরোধ সত্ত্বেও বাসটি ছাড়তে দেয়নি মালিক সমিতির ওই নেতা। এক পর্যায়ে ওই নেতার লোকজন বিআরটিসি বাসটির চালক আবুল হোসেনকেও মারধর করা হয়। এ অবস্থায় ওই দিনের পর থেকেই বন্ধ হয়ে যায় নলছিটি-খুলনা রুটে চলাচলকারী ওই বাসটি। বিষয়টি সম্পর্কে বরিশাল মিনিবাস মালিক সমিতি সভাপতি আজিযুল হক শাহীন সাংবাদিকদের জানান শ্রমিকরা বাসটি থামিয়ে ছিলো। তিনি এসে শ্রমিকদের শান্ত করে বাসটি ছেড়ে দিয়েছেন।
উল্লেখ্য, ঝালকাঠি বাস মালিক সমিতি ও বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির কাছে দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে আছে। আর যার শিকার ঝালকাঠির হাজার হাজার যাত্রী। এ ব্যাপারে যাত্রী কল্যান সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন বলেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত বৈঠক করে সমস্যাটি মোকাবেলা করে যাত্রীদের পরিত্রানের দাবী জানিয়েছেন। ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহমেদ আবু জাফর বলেন, অযোক্তিকভাবে বরিশাল মিনিবাস মালিক সমিতির নেতারা বাসটি বন্ধ করায় এখানকার নাগরিকরা যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি সরকার ও স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন।