রিয়াজ উদ্দিন, শাবি ॥ জ্বালানি তেল ও সি এন জি’র মূল্য বৃদ্ধি এবং বাংলাদশ-মার্কিন নৌবাহিনীর যৌথ নৌমহড়া ‘ক্যারাট’ এর প্রতিবাদে জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার উদ্যোগে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি গতকাল দুপুর ১২ টায় কদমতলা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি রিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক যোগেশ দাস। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অতিথি তাঁর বক্তব্যে বলেন, সম্প্রতি বাংলাদেশ সরকার কোন ঘোষণা ছাড়াই জনগণের মতামত না নিয়ে অত্যন্ত স্বৈরাচাররি কায়দায় ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা, ডিজেলের দাম লিটার পতি ৫ টাকা এবং সিএনজি’র দাম ২০ শতাংশ বৃদ্ধি করে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ গণদুর্ভেগ বৃদ্ধি পচ্ছে। বক্তারা আরো বলেন, চলমান পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী অর্থনীতির মন্দা থেকে উত্তরণের জন্য সা¤্রাজ্যবাদী দেশগুলো প্রভাব বলয় বিস্তারের জন্য বিভিন্ন দেশে সামরিক ঘাটি স্থাপন করে বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই অংশ হিসেবে বাংলাদেশে চলছে ‘ক্যারাট’ নামক যৌথ নৌমহড়া। বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন সরকর জনগণের কথা বলে ক্ষমতয় এসে সা¤্রাজ্যবাদের সার্থে কাজ করে। বক্তারা সমাবেশ থেকে গণবিরোধী এসকল কর্মকান্ডে বিরুদ্ধে ছাত্রসমাজসহ জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী, প্রচার সম্পাদক এস আর সজীব প্রমুখ ।