বরিশাল জেলা উত্তর বিএনপির

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের চারদলীয় ঐক্যজোটের পরাজিত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান অভিযোগ করেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান উপজেলা বিএনপির নেতৃত্ব স্থানেয় কোন নেতা-কর্মীকে কিছু না জানিয়ে, এমনকি কোন প্রকার আলোচনা ছাড়াই তার পছন্দ সই লোকজনদের নিয়ে জেলা উত্তর বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন করেন। তিনি আরো অভিযোগ করেন, অতিসম্প্রতি তার গঠন করা মনগড়া কমিটি অনুমোদনের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক আহবায়ক বেগম সেলিমা রহমানের কাছে যান। সেখানে তাকে (সেলিমা রহমানকে) জানানো হয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যে বলে ইঞ্জিনিয়ার সোবাহান দাবি করেন। তিনি আরো অভিযোগ করেন, ১৫১ সদস্যর জেলা উত্তর বিএনপির পূর্নাঙ্গ কমিটিতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৫১জন নেতা-কর্মী স্থান পাবেন। সেখানে এ দু’উপজেলার নেতৃত্ব স্থানের কারো সাথে যোগাযোগ না করে আকন কুদ্দুসুর রহমান একক সিদ্ধান্তে কমিটি গঠন করেছেন। এতেকরে বিএনপির দুর্দীনের ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হয়ে অধিকাংশ সুবিধাভোগিরা দলে স্থান পেয়েছে বলেও সোবাহান দাবি করেন।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আফজাল হোসেন সিকদার জানান, কমিটি গঠনের ব্যাপারে তাদের কারো সাথে কোন প্রকার যোগাযোগ করা হয়নি। তিনি আরো জানান, বরিশাল জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এমপির সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি (এমপি ফরহাদ) তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে পূর্নাঙ্গ কমিটি গঠন করার কথা বলেন কিন্তু সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান তার একক সিদ্ধান্ত মোতাবেক পকেট কমিটি গঠন করেছেন বলেও তিনি দাবি করেন। আগৈলঝাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তিনি এ কমিটি বাতিল করে পূর্ণরায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত নিয়ে কমিটি গঠন করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যপারে বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী, বাবুগঞ্জ, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা নিয়ে বরিশাল জেলা উত্তর বিএনপির কমিটি গঠন করা হয়। এসব উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। একক সিদ্ধান্ত ও পকেট কমিটির অভিযোগ সত্য নয়।