নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন কমিটি গঠন উপলক্ষে আজ শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক কালিয়া দমন গুহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাঁদশী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, গৌরাঙ্গ কুন্ড, মনোজ গোমস্তা, শিতল দে, শান্তি রঞ্জন কর প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে কালিয়া দমন গুহকে সভাপতি, কৃষ্ণ কান্ত দে-কে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট গৌরনদী উপজেলা উপজেলা পূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত বছর এ উপজেলায় ৬৪ টি পূজা মন্ডবে পূজা উদযাপন করা হলেও এবছর ৭৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।