আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুরের ব্যবসায়ী শহিদুল ইসলামের ২ বছরের শিশু পুত্র সিয়ামের মৃত হল ডোবার পানিতে ডুবে। হাঁটতে শেখাই কাল হয়েছিল ফুটফুটে শিশু সিয়ামের।
শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির সকলের চোখ এড়িয়ে ঘরের বাইরে হাঁটতে হাঁটতে অদূরের একটি ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়। মৃত্যুর পর লাশ পানিতে ভেসে উঠলে নিয়ে আসা হয় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। প্রিয় সন্তানের মৃত্যুতে সিয়ামের বাবা মা এখন পাগলপ্রায়।