আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ ঝালকাঠি সার্কিট হাউস থেকে নৌ-বাহিনীর লে: কমান্ডারসহ গ্রেফতারকৃত যুবতীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে ঝালকাঠি সার্কিট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ইংলিশ এন্ড এ্যাকশন নামের একটি এনজিওর সমন্বয়কারী কাজী শহিদুল ইসলাম ওরফে আলী (৪৬) ও তার প্রেমিক অঞ্জনা বিশ্বাস (৩০)।
এদের বিরুদ্ধে শুক্রবার রাতেই ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ মহসিন বাদী হয়ে পিসি ১৭০ ও ফিল্মি এক্টের ৬ ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ সূত্রে জানাগেছে, লেঃ কমান্ডার পরিচয়ে নৌ বাহিনীর সাবেক লেফটেন্যান্ট দাবীদার কাজী শহিদুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর এক যুবতীসহ সার্কিট হাউজে ওঠে। ৪ দিন যাবৎ অবস্থানকালে তাদের গতিবিধি সন্দেহজনক হয় সার্কিট হাউজে থাকা কর্মকর্তাদের। পরে তারা বিষয়টি ঝালকাঠি থানা পুলিশকে জানালে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে পর্নো সিডি ও কিছু রশি উদ্ধার করা হয়। জানা গেছে, তারা ২১ সেপ্টেম্বর নলছিটিতে একটি কর্মশালায়ও অংশগ্রহন করে। আটককৃত কাজী শহিদুল ইসলাম ঢাকার লাল মাটিয়ার সরকারী কোয়ার্টারে স্ত্রী তাছলিমা বেগম ও কন্যা সন্তান নিয়ে থাকেন। তিনি ১১ বছর পূর্বে নৌ বাহিনীর চাকুরী থেকে অব্যাহতি নেন। অপর আটককৃত অঞ্জনা বিশ্বাস বরিশালের উজিরপুরের মোরাকাঠি গ্রামের সুধীর রঞ্জন বিশ্বাসের কন্যা।