মো. আমিনুর রহমান, বরিশাল : নগরীতে গলায় ফাঁস দিয়ে নাজিবুল হাসান রনি (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ২৪ সেপ্টেম্বর রাতে করিম কুটির মানু মিয়ার লেনস্থ নিজ বাসায় শয়ন কক্ষে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নাজিবুল হাসান রনি ঐ এলাকার আবুল কালাম আজাদের পুত্র। পেশায় সে শেয়ার বাজারের বিনিয়োগকারী ছিলেন।
জানা গেছে, সন্ধ্যার পরে রনির মায়ের ডাক-চিৎকার শুনে আশেপাশের ঘরের লোকজন ছুটে গিয়ে রনির শয়ন কক্ষের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারেননি। তবে কিছুদিন আগে শেয়ার বাজারে তার বিনিয়োগের প্রায় অর্ধকোটি টাকা লোকসান হয়। এই কারনে নাজিবুল হাসান রনি হতাশা গ্রাস্থ ছিল।
এ আত্মহত্যার ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।