নিজস্ব সংবাদদাতাঃ নিরাপদে বিদেশ গমন উপলক্ষে আজ সোমবার সকালে বরিশালের গৌরনদীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে পৌর পরিষদ ও সুশীল সমাজের শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদীর পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। ব্র্যাকের বরিশাল জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সচিব মোঃ ফারুক হোসেন। বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক জি.এম হারুন মৃধা, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন, গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।