যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ এক লক্ষ টাকা যৌতুকের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার নওপাড়া গ্রামের এক গৃহবধূকে স্বামী কর্তৃক অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত গৃহবধূ ইয়াসমিন বেগম বর্তমানে গৌরনদী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

নওপাড়া গ্রামের রতন খলিফার কন্যা ও এক সন্তানের জননী ইয়াসমিন বেগম (২৫) অভিযোগ করেন, একই গ্রামের নুরু সরদারের ব্যবসায়ী পুত্র আরিফ সরদারের সাথে সামাজিক ভাবে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি সন্তান জন্মগ্রহন করে। এরই মধ্যে ব্যবসার জন্য গত এক বছর পূর্বে আরিফ সরদার তার স্ত্রী ইয়াসমিনের পরিবারের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। ওইসময় তার দাবিকৃত যৌতুকের টাকা পরিশোধ করা হয়। পরবর্তীতে গত ১ মাস পূর্বে পূর্ণরায় আরিফ শশুড় বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুক আনার জন্য স্ত্রী ইয়াসমিনের ওপর চাপ সৃষ্টি করে। দ্বিতীয় দফায় দাবিকৃত যৌতুকের টাকা আনতে অপরাগতা প্রকাশ করায় প্রায়ই আরিফ তার স্ত্রী ইয়াসমিনকে শারিরিক নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে আরিফ তার স্ত্রী ইয়াসমিনকে অমানুষিক নির্যাতন করে হত্যার উদ্দেশ্যে টানা হেচরা শুরু করে। এসময় গৃহবধূর আত্মচিৎকারে আরিফের বড়ভাই সেলিম সরদার এগিয়ে এসে জ্ঞানশূণ্য অবস্থায় ইয়াসমিনকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন।