নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার রাতে ও টরকী বন্দরের এক কাপড় ব্যবসায়ীর বাসায় আজ বুধবার প্রকাশ্য দিবালোকে দূধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা জানালার গ্রীল কেটে প্রবেশ করে নগদ টাকা, স্বর্নালংকারসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার জানান, মঙ্গলবার রাতে সংঘবদ্ধ চোরেরা স্কুলের লাইব্রেরীর জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে ষ্টিল আলমিরা ভেঙ্গে নগদ ১২ হাজার টাকা, দুটি সিলিং ফ্যানসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। বুধবার সকালে স্কুলে এসে এ ঘটনা দেকতে পেয়ে গৌরনদী থানা পুলিশকে খবর দেয়। অপরদিকে আজ বুধবার দুপুর ১২টায় টরকী বন্দরের বিশিষ্ট কাপড়ের ব্যাবসায়ী মো. মোকাদ্দেস হোসেন রাজুর বাসা বন্দরের ছত্তার ডাক্তার গলির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ ২ লক্ষ ৮৬ হাজার টাকা, ১৬ ভরি স্বর্নালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। ব্যবসায়ী মোকাদ্দেসের স্ত্রী হেপী বেগম জানান, বাসায় তালা মেরে প্রতিদিনের ন্যায় পুত্রকে স্কুলে আনতে যাই। স্কুল থেকে ফিরে ঘরের তালা ভাঙ্গা দেখতে পাই এবং ভিতরে গিয়ে ষ্টিল আলমিরা ও শোকেজ ভাঙ্গা দেখতে পাই। গৌরনদী থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।