আগৈলঝাড়া পূজা মন্ডব পরিদর্শণে আসছেন তথ্য সচিব

আগৈলঝাড়া প্রতিনিধিঃ দেশের সবচেয়ে বেশি পূঁজা উদযাপন হবে আগৈলঝাড়া উপজেলায়। পূঁজা মন্ডপ পরিদর্শণে আসছেন তথ্য সন্ত্রনালয়ের সচিব হেদায়েত উল্লাহ আল মামুন ।

প্রশাসন সূত্রে জানাগেছে, ৫ অক্টোবর বুধবার নবমী পূঁজায় সরকারের তথ্য মন্ত্রনালয়ের সচিব হেদায়েত উল্লাহ আল মামুন আগৈলঝাড়া পূজা মন্ডপ পরিদর্শণ করবেন বলে নিশ্চিত হওয়া গেলেও তার সরকারি সফরসূচি এখনও হাতে পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানাগেছে। উপজেলা কেন্দ্রিয় পূঁজা উৎযাপন পরিষদের সূত্রমতে, এবছর আগৈলঝাড়া উপজেলায় পূঁজা মন্ডপের সংখ্যা ১শ ৩৮ টি। দেশের কোন উপজেলায় আর এত সংখ্যক পূঁজা অনুষ্ঠিতর খবর জানা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস জানান, মন্ডপগুলোর অনুকুলে সরকারী সাহায্য হিসেবে ৫৭.৫৮৪ মে.টন ক্ষয়রাতি আতপ চাল বরাদ্দ পাওয়া গেছে। প্রতি বছর সিন্ডিকেট ব্যাবসায়ীদের কারণে পূঁজা মন্ডপীরা আর্থিকভাবে ক্ষতির সন্মুখিন হওয়ায়  প্রশাসনের সহযোগিতায় পূঁজা উৎযাপন পরিষদ নেতৃবৃন্দ বরাদ্দকৃত অর্থ এককভাবে বিক্রি করে গড়ে প্রতি মন্ডপে ৮ হাজার টাকা করে গতকাল শুক্রবার বিতরণ করেছে। কেন্দ্রিয় পূজা মন্ডপ, লক্ষি দশহরা অনুষ্ঠান ও অন্যান্য খরছ বাবদ ১ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।