গৌরনদীতে ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদীতে সর্বপ্রথম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় “গৌরনদী গৌরনদীতে ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারডায়াগনষ্টিক সেন্টার”-নামের এ ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ।

এ উপলক্ষে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজের উত্তরপার্শ্বে দক্ষিণ পালরদী মহল্লার গৌরনদী ডায়াগনষ্টিক সেন্টারের সম্মুখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধীকারি মোঃ লিটন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর সৈয়দা খায়রুন নাহার মায়া, বীর মুক্তিযোদ্ধা মুনসুর সিপাহী। বক্তব্য রাখেন সমাজসেবক হাজ্বী ইসাহাক আলী খলিফা, ননী গোপাল কুন্ড, আনোয়ারুল হক নিরু, মাওলানা মহিউদ্দিন খান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, ডায়াগনষ্টিক সেন্টারের পার্টনার নাসির সিপাহী প্রমুখ। শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।