নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে শনিবার সকালে প্রতিপক্ষের লোকজনে রাইস মিলে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ওইদিন দুপুরে একজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ওই গ্রামের মকবুল ভাট্টির সাথে একই বাড়ির বারেক ভাট্টির দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরজেরধরে গতকাল শনিবার সকালে মকবুল ভাট্টির নেতৃত্বে তার ১০/১৫ জন সহযোগীরা বারেক ভাট্টির রাইস মিলে হামলা চালিয়ে ভাংচুরসহ ব্যাপক লুটপাট করে। এ ঘটনায় বারেক ভাট্টি বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন দুপুরে মামলার এজাহারভূক্ত আসামি সিরাজ ভাট্টিকে (২৮) গ্রেফতার করেছে।