আতাত করে তৌহিদুলের প্রমোশন বাতিল করে তার (অধ্যক্ষর) স্ত্রী কামরুন নাহারের নামে প্রমোশন আনেন। সম্প্রতি তৌহিদুল ইসলাম সহকারি অধ্যাপক হিসেবে প্রমোশন লাভ করেন। গতকাল রোববার দুপুর ১২ টার দিকে তৌহিদুল ইসলাম অধ্যক্ষর কাছে ২০০২ সালের রেজুলেশনের ফটোকপি সত্যায়িত করার জন্য যান। এ সময় অধ্যক্ষ রেজুলেশনের ফটোকপিতে সত্যায়িত করবেন না বলে জানান, এনিয়ে উভয়ের সাথে বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে অধ্যক্ষ চড়াও হয়ে সহকারি অধ্যাপক তৌহিদুলের ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলাম গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার কথা অস্বীকার করে মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ বলেন, সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলামের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সে আমার ওপর চড়াও হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অধ্যক্ষ কর্তৃক সহকারি অধ্যাপকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।