বখাটে যুবকদের বিরুদ্ধে গৌরনদী থানা পুলিশের জেহাদ ঘোষনা

গৌরনদী অফিস ॥ ছাত্রীদের উত্যক্তকারী বখাটে যুবকদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছেন বরিশালের গৌরনদী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এ ঘোষনা দেন কর্মশালার প্রধান আলোচক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম। থানা পুলিশের উদ্যোগে কর্মশালার আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ ভট্টাচার্য।

প্রধান আলোচক ওসি নুরুল ইসলাম ছাত্রীদের উত্যক্ত (ইভটিজিং) প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে দেশের সুশীল সমাজ, গণমাধ্যম, নারী সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনি সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এছাড়াও গৌরনদীকে ইভটিজিং মুক্ত রাখতে তিনি (ওসি নুরুল ইসলাম) বখাটে যুবকদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেন। উল্লেখ্য, গৌরনদী থানা পুলিশের উদ্যোগে দীর্ঘদিন থেকে ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে থানার প্রত্যেকটি স্কুল-কলেজে পর্যায়ক্রমে এ কর্মশালার আয়োজন করা হয়।