বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৩০ জন আহত

মামুনুর রশীদ নোমানী, বরিশালঃ বাবুগঞ্জের ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাংশা আন্দিরপাড় নামক স্থানে যাএীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৩০ জন আহতসংর্ঘষে চালক সহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে।আহতদের মধ্যে৭/৮ জনের অবস্থা আশংকাজনক। মুমূর্ষ অবস্থায় গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার সময় এ ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে প্রায় অর্ধশতাধিক যাত্রি বোঝাই করে সামি এন্ড সাদি (বরিশাল- ব৬৪)নামক বাসটি দুপুর ১টার সময় ধামুরার উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে বাবুগঞ্জের পাংশা আন্দিরপার নামক স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমরে মুচরে যায়। এসময় বাসচালক সহ বাসে থাকা  নারী ও শিশু সহ কম পক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ঘটনা স্থলে গিয়ে  মনির হেসেন (২৫), সিদ্দিকুর রহমান(৬৫), গিতা রানী (৬০), মোফাক্কের(৫৫), হাফিজুর রহমান( ৭), নাসিমা বেগম (৩০), রোকেয়া বেগম, শ্রাবনী ও শুশীল এর নাম জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে এতে রাস্তার  দু, পার্শ্বে শতাধিক যান বাহন আটকা পরে। বিমানবন্দর থানাপুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।