আগৈলঝাড়ার দু’টি মন্দিরের প্রতিমা ভাংচুর

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের দু’টি সার্বজননী মন্দিরের প্রতিমা মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা ভাংচুর করেছে। গতকাল বুধবার সকালে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর ওই এলাকায় চাঁপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মোল্লাপাড়া গ্রামের সার্বজনীন কালী মন্দিরের শীতলা প্রতিমা ও রায় বাড়ির কালী মন্দিরের শীতলা প্রতিমা ভাংচুর করে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। একইদিন রাতে দুস্কৃতকারীরা সাহেবেরহাট বাজার থেকে মিশ্রীপাড়া সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তায় রোপনকৃত বিভিন্ন প্রজাতের শতাধিক চারা গাছ উপরে ও ভেঙ্গে ফেলে। বুধবার সকালে খবর পেয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দিসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

প্রতিমা ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে ওসি অশোক কুমার নন্দি বলেন, দূর্গা পূজা দেখে গভীর রাতে বাড়ি ফেরার পথে উশৃংখল যুবকেরা এ কাজ করে থাকতে পারে। তকে এ ঘটনায় এখনও কেউ মামলা করতে থানায় আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূজা মন্ডবের এলাকা আগৈলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনের জন্য বুধবার তথ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুনের আগমনের পূর্বে দুটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।