ঝালকাঠিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ র‌্যালি, আলোচনা সভা এবং শিক্ষার সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদানের মাধ্যমে ঝালকাঠিতে বুধবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা যৌথ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস র‌্যালিতে নেতৃত্ব দেন এবং শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ‘জেন্ডার সমতায় শিক্ষক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ রুস্তম আলী। অন্যদের মধ্যে ঝালকাঠি পৌর  মেয়র আফজাল হোসেন রানা, জেলা শিক্ষা অফিসার মাহবুবা হোসেন, রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু, সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানী বালা সাহা, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক, চামটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূজিত কান্তি বসু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শিক্ষক সমিতি (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বেল্লাল হোসেন এবং প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম আলোচনায় অংশ নেন। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম সভামঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়া ওই স্কুলের শিক্ষক আনম আবদুল কুদ্দুস অনুষ্ঠান পরিচালনা করেন।