বরিশালে ৫০ মন ইলিশ আটক

মামুনুর রশীদ নোমানী, বরিশালঃ ইলিশের প্রজনন মৌসুম (ডিম ছাড়ার সময় ডিমওয়ালা মা ইলিশ রক্ষায়) নিশ্চিত করতে ৬ অক্টোবর বৃহষ্পতিবার থেকে ১৬ অক্টোবর রবিবার পর্যন্ত টানা ১১ দিন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। নিষিদ্ধ ঘোষিত সময়কালে ইলিশ বিক্রয় ও বিপনন বন্ধ ঘোষনা করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা সরকারের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মা ইলিশ ও জাটকা নিধনের মহোৎসবে মেতেছেন।

এদিকে ৬ অক্টোবর বৃহষ্পতিবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৫০ মন ইলিশ আটক করেছে।মৎস্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুম হচ্ছে আশ্বিনের ভরা পূর্ণিমা। এসময় ৭০ থেকে ৮০ ভাগ মা ইলিশ ডিম ছাড়ার জন্য গভীর সাগর থেকে মিঠা পানিতে ফিরে আসে। মা ইলিশ রক্ষার জন্য পূর্নিমার আগে ও পরে ৫ দিন করে হিসেব করে মোট ১০দিন উপকূলীয় এলাকার ৭ হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ নিধন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ধারাবাহিকতায় চলতি বছর ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত উপকূলীয় এলাকার প্রায় ৭ হাজার বর্গ কিলোমিটার জলসীমায় ইলিশ নিধন নিষিদ্ধ ঘোষনা করা হয়।তবে স্থানীয় কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মাছ ধরে চলেছেন। নিষেধাজ্ঞার প্রথম দিন সকালেই জেলেদের নিয়ে আসা প্রায় ৫০ মন ইলিশ মাছ আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের আদেশে ইলিশ মাছগুলো নগরীর ২৫টি এতিমখানা ও স্থানীয় দুস্থ্য মানুষের মাঝে বিতরন করা হয়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ শাহিদুল্লাহ জানান, কিছু অসাধু মৎস ব্যবসায়ী ৬ অক্টোবর বৃহষ্পতিবার ভোর চারটায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে চারটি ট্রলার বোঝাই করে পোর্ট রোডস্থ মাছ ঘাটে বিক্রির জন্য বিপুল পরিমান মা ইলিশ ও জাটকা ইলিশ আনে। খবর পেয়ে সাথে সাথে কোতয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ মন ইলিশ উদ্ধার করে। এসময় ট্রলারে থাকা শ্রমিকরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।এদিকে ইলিশ উদ্ধারের খবর পেয়ে মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, জেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আজিজুল হক নগরীর ইলিশ মোকাম পোর্ট রোডে আসেন। পরবর্তীতে ভ্রাম্যামান আদালতের আদেশে উদ্ধার হওয়া ইলিশ নগরীর ২৫টি এতিমখানা ও স্থানীয় দুস্থ্য মানুষের মাঝে বিতরন করা হয়।