বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন, শাবি: এ বছর ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন গ্রহণ করছে। মোবাইল ফোনের মাধ্যমে এ প্রক্রিয়া চলছে। ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া আবেদন গ্রহণ চলবে আগামী ২২ অক্টোবর  পর্যন্ত। ভর্তির যোগ্যতা : ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে যারা মাধ্যমিক বা সমমান পরীক্ষায় এবং ২০১০ ও ২০১১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে। ক ইউনিট(বিজ্ঞান অনুষদ)এর জন্য চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৭.৫০, খ ইউনিট(কলা ও সামাজিক অনুষদ)এর জন্য চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৬.৫০ এবং গ ইউনিট(বিজনেস স্টাডিজ অনুষদ)এর জন্য চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৭.০০ থাকতে হবে।

আবেদন করার প্রক্রিয়া : টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে। টেলিটক প্রি- পেইড মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে BU লিখে স্পেস দিয়ে এইচ.এস.সি শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে এইচ.এস.সি পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে এইচ.এস.সি পরীক্ষার সাল স্পেস দিয়ে এস.এস.সি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে এস.এস.সি পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে এস.এস.সি পরীক্ষার সাল স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড(ক-KA, খ-KHA, গ-GA,) কোটা থাকলে তার কী ওয়ার্ড(মুক্তিযোদ্ধা সন্তান কোটা FFQ, উপজাতি কোটা- TQ) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। (টেলিটক মোবাইলে তিনশত ত্রিশ টাকা অবশ্যই থাকতে হবে) বেশি উদাহরণ- DHA 123456 2011 BAR123456 2008 KA কোটা থাকলে- BU DHA 123456 2011 BAR123456 2008 KA FFQ। এসএমএস-টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে লিখে, স্পেস দিয়ে লিখে, স্পেস দিয়ে PIN লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর নিজের ব্যবহৃত যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। প্রার্থীকে ভর্তি পরীক্ষার রোল নম্বর সযত্নে সংরক্ষরণ করতে হবে। উদাহরণ BU YES 654321 01XXXXXXXXX আবেদনকারীর মোবাইল নম্বর), এখানে ৬৫৪৩২১ আবেদনকারীর PIN নম্বর।