Menu Close

জিয়াউর রহমানের আদর্শে বিএনপি’র রাজনীতি করি -কিবরিয়া

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ জেলা বিএনপি’র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মিঞা আহমেদ কিবরিয়া বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে বিশ্বাসী হয়ে বিএনপি’র রাজনীতি করি। দক্ষিনাঞ্চলের মধ্যে ঝালকাঠি বিএনপির দূর্গ। আমরা বিএনপির সেই ঐতিহ্য সমুন্নত রাখার লক্ষে সম্মলিত ভাবে এক যোগে কাজ করে যাবো। জেলা বিএনপির একটি স্থায়ী জেলা কার্যালয় খুব দরকার। তিনি শুক্রবার মত বিনিময় সভা ও জেলা বিএনপির কার্যালয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পির সভাপতিত্বে উপস্থিত  ছিলেন, সদর থানার বিএনপি সভাপতি সৈয়দ দেলোয়ার হোসন, শহর বিএনপির সাধারন সম্পাদক নাসির তালুকদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম -আহবায়ক এনামুল হক সাজু, তাজুল ইসলাম প্রমুখ। পরে কিবরিয়া প্রস্তাবিত জেলা বিএনপির কার্যালয় স্থাপনের জন্য শহরের ফায়ার সার্ভিস এলাকায় কয়েকটি ভবন পরিদর্শন করেন। ঝালকাঠি বিএনপি কার্যক্রম গতিশীল ও তরান্বিত করতে কিবরিয়া দুই দিনের সাংগঠনিক কার্যক্রমের আওতায় জেলার তৃনমুল পর্যায় স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে সদর উপজেলা ও নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় কার্যক্রম পরিচালনা করেন।