আগৈলঝাড়ায় বেসরকারী জনতা উন্নয়ন সংস্থা উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়া উপজেলার বেসরকারী সংস্থা জনতা উন্ন্য় সংস্থার পরিচালক মোঃ আঃ হক শিকদার এর সার্বিক সহযোগিতা উপজেলার অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। মাস ব্যপি চিকিৎসা সেবার গতকাল শনিবার  ৮ অক্টোবর উপজেলার রামের বাজার নাম স্থানে প্রথম দিনে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্ধোন করা হয়। প্রথম দিনে চিকিৎসা সেবা প্রদান করেন এমবিবিএস ডঃ জয় গোপাল ও সহজগিতায় এলাকার চিকিৎসক প্রকাশ চন্দ্র হালদার। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় শতাধিক  রোগীর সেবা প্রদান করেন।

চিকিৎসা নিতে আশা ভদ্রপাড়া গ্রামের আমিরুন নেছা (৬৫) ও অশোকসেন গ্রামের কুলছুম (৫৫) তালের বাজারের রহিম ও রেখা হালদার সহ আরো অশহায় রুগীরা জানায়, যে আমরা টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি নাই। কোথাও ডাক্তার দেখাতে গেলে ১০০ টাকা ও ৫০০ টাকা ভিজিট দিতে হয় আর এখানে জনতা সংস্থা উদ্যেগে আমাদের ফ্রি চিকিৎসা করছে। মোরা গ্রামের মুনুষ তবু ডাক্তার দেখাতে পারছি। এখন গ্রামের মানুষ উপকৃত হইতেছে।

প্রতিষ্টানের সভাপতি মোঃ আবদুল হক শিকদার সাধরন সংম্পদক মোঃ মানিক সরদার সার্বিক সহযগিতায় মোঃ ছাইদুল রহমান ছান্টু এদের মাধ্যমে এলাকায় সাধারন গরিব ও অশহায় মানুষের জন্য একটি ভালো কাজের উদ্দেক নিয়েছে জনতা উন্নয়ন সংস্থার।