গৌরনদীর শিক্ষক ফরিদ হত্যা : সংগ্রাম পরিষদের আন্দোলনের কর্মসূচী গ্রহনে সভা

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ জমাদ্দার (২৮) হত্যাকারী খুনীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে রবিবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ দিনেও এ হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত খুনীদের চিহ্নিত করে গ্রেফতার না করায় আন্দোলনের নতুন কর্মসূচী গ্রহনের জন্য এ সভা অনুষ্ঠিত হয়।

গৌরনদীর আল-হেলাল রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের আহবায়ক টি.এম আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক এ.কে.এম মিজানুর রহমান, সদস্য মোঃ কুতুব উদ্দিন, এ.কে.এম সফিকুল আলম বাবলু, মোঃ মুনসুর আহম্মেদ, মোঃ শওকত হোসেন, আঃ সালাম, সুদাম পাল, তাসলিমা বেগম, সেলিম আহম্মেদ, মোঃ আশরাফ মাসুম, প্রদীপ দাস, অমূল্য রতন কর, মোঃ হানিফ মোল্লা, নিহার পারভীন, আঃ রহিম, আশ্রাব মাহমুদ, মোঃ শাহ জালাল জমাদ্দার, বি.এম ইউনুস আলী, গোলাম মস্তফা, বাদল চক্রবর্তী প্রমূখ। আগামি কর্মসূচীতে তারা বিক্ষোভ মিছিল, কর্মবিরতী, প্রতীক অনশন কর্মসূচী ঘোষনা করবেন বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।